দুঃস্থ অসহায় বাচ্চাদের পাশে মিলন নগরের যুবকেরা
লকডাউনে প্রথম দিন থেকেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে কাঁচরাপাড়া মিলন নগর যুবকেরা । কখনো রাস্তার ভবঘুরে মানুষদের পাশে কখনো ইটভাটায় অসহায় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেই মতই বৃহস্পতিবার ইটভাটার কিছু দুঃস্থ অসহায় বাচ্চাদের কাছে পৌঁছে গেলেন তারা , বাচ্চাদের দুধ বিস্কুট ডিম দিলেন পাশাপাশি প্রায় ৪০০ লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করলেন তারা ।