দুই মাওবাদীর সন্ধান দিতে পারলে ৫ লক্ষ টাকা করে পুরষ্কার, চাকদায় NIA-র পোস্টার ঘিরে চাঞ্চল্য।
নদিয়ার চাকদায় এনআইএ-র দেওয়া একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। চাকদা থানার কালিপুর এলাকায় এনআইএ(NIA)-র পক্ষ থেকে দুই মাওবাদীর ছবি সম্বলিত পোস্টার পড়েছে। আর এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেলে। পোস্টারে লেখা রয়েছে,ওই দুই মাওবাদীর সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা করে একেক জনের নামে পুরস্কার দেওয়া হবে। কিন্তু হঠাৎ করেই নদীয়ার চাকদাতেই কেন পড়ল এই পোস্টার তা বুঝে উঠতে পারছেনা এলাকাবাসীরা। এমন ধরনের পোস্টার সাধারণত জঙ্গলমহল বা ঝাড়খণ্ডের দিকেই লক্ষ্য করা যায়। কিন্তু এবার নদীয়াতে এই পোস্টারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
