দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে সিআইডি।
সোমবার রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রামের দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের নাম কাজল শেখ ও উত্তম পণ্ডিত। ধৃত দু’জনের বাড়ি আউশগ্রাম থানার শিবদা গ্রামে। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিআইডি অফিসারেরা। সোমবাররাতে বর্ধমান রামপুরহাট লুপলাইনের নওয়াদার ঢাল স্টেশনের কাছ থেকে দু’জনকে সিআইডি গ্রেপ্তার করে। ধৃত কাজল শেখ ও উত্তম পণ্ডিত এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়।