দুই সিভিক পুলিশ সহ তিন নাইট গাডকে বেঁধে রেখে পর পর দুটো সোনার দোকানে ভয়াভয় ডাকাতি
দুই সিভিক পুলিশ সহ তিন নাইট গাডকে বেঁধে রেখে পর পর দুটো সোনার দোকানে ভয়াভয় ডাকাতি।পাশাপাশি একটি সোনার দোকানে চুরির চেষ্টা।ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নুরপুর বাজারে।ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল।সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের ঘোরাঘুরির ছবি বন্দি।
