দুই হনুমানের ঝগড়ার মাঝে পড়ে হনুমানের হানায় মৃত্যু বৃদ্ধের, এলাকায় আতঙ্ক।

দুই হনুমানের ঝগড়ার মাঝে পড়ে হনুমানের হানায় মৃত্যু বৃদ্ধের, এলাকায় আতঙ্ক।

হনুমানের আক্রমনে প্রান গেল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি রেঞ্জের লালপুর গ্রামে। বনদফতর জানিয়েছে মৃত বৃদ্ধের নাম কানাইলাল কুন্ডু (৮২)। বৃদ্ধের মৃত্যুর পরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। হনুমানটিকে ঘুম পাড়ানি গুলি করে ধরতে তৎপর হয়েছে বন দফতর।বেশ কয়েকদিন ধরে খাবারের খোঁজে দুটি হনুমান গঙ্গাজলঘাটি রেঞ্জের লালপুর গ্রামে ঘোরাঘুরি করছিল। বৃহঃস্পতিবার সকালে ওই দুটি হনুমানের মধ্যে ঝগড়া শুরু হয়। লালপুর গ্রামের প্রায় ৮২ বছর বয়স্ক কানাইলাল কুন্ডু রাস্তা দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন। দুই হনুমানের ঝগড়ায় মাঝে পড়ে যায় যান ওই বৃদ্ধ। আচমকাই ঝগড়ারত দুই হনুমানের মধ্যে একটি হনুমান পিছন দিক থেকে আক্রমণ করে কানাইলাল কুন্ডুকে। হনুমানের দাঁত ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয় কানাইলাল কুন্ডুর বাম পা। কোনোক্রমে হনুমানটির হাত থেকে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হনুমানের হানায় এই প্রথম বাঁকুড়ায় কোনো ব্যাক্তির মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেতেই হনুমানটিকে ধরতে তৎপর হয় বন দফতর। বন দফতরের তরফে জানানো হয়েছে মৃত ব্যাক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 2 =