দুটি পৃথক ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে হুগলীর পুরশুড়া বিধানসভার হরিণখোলা ও শ্রীরামপুর এলাকায়।বিজেপি কর্মী কৃষ্ণেন্দু মান্নার অভিযোগ, দলীয় কর্মসূচি সেরে রাতে আরামবাগ থেকে বাড়ি ফেরার পথে হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা তাকে মারধর করে।ভোটের আগে সন্ত্রাস চালানোর জন্য মারধর করেছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর।এ বিষয়ে আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।অন্যদিকে,পুরশুড়া বিধানসভার শ্রীরামপুর অঞ্চলে বিজেপি কর্মী বংশী ঘোষের অভিযোগ, রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন।ঠিক তখনই বেশকিছু তৃণমূলের দুষ্কৃতী তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এ বিষয়ে খানাকুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ বিষয়ে বিজেপি নেতা সুমন তিওয়ারির বক্তব্য, ‘ভোটের আগে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালানোর জন্য বিজেপি কর্মীদের মারধর করছে।এর জবাব আমরা ২রা মে এর পর দেবো।’যদিও এই সব মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছে পুড়শুড়া তৃণমূল নেতৃত্ব।আহত ৩ বিজেপি কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।