দু-দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এসবের মধ্যেই কাল বাঁকুড়ার পর আজ তিনি পুজো দিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে।কড়া নিরাপত্তায় মোড়া ছিল গোটা মন্দির চত্তর। এদিন বিশেষ পুজোর বন্দোবস্ত করা হয়েছিল দক্ষিণেশ্বরে। নিজের হাতে মা ভবতারিণীর আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সকাল ১১টা নাগাদ দক্ষিণেশ্বরে পৌঁছোয় অমিত শাহের কনভয়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাংলার দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা- সহ আরও অনেকে। তাঁদের স্বাগত জানান বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল- সহ মহিলা মোর্চার সদস্যরা।
Home কলকাতা