দুদিন ধরে নিখোঁজ,জগদ্দলে ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
সূত্রে খবর ২ দিন ধরে নিখোঁজ ছিলেন জগদ্দল এমসি রোডের বাসিন্দা মনোজ পাশোয়ান।সূত্রে খবর,এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি নর্দমায় একটি মৃতদেহ দেখতে পায়।সাথে সাথেই খবর দেওয়া হয় জগদ্দল থানার পুলিশকে।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।খবর দেওয়া হয় মৃত মনোজ পাশোয়ানের পরিবারের সদস্যদের।তার মা এসে মৃতদেহটি শনাক্ত করেন।মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে গেছে জগদ্দল থানার পুলিশ।