দুদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির জলের ট্যাংক থেকে উদ্ধার শিশুর দেহ,
হাওড়া থানার শ্রীনাথ পড়লে লেনের ঘটনা।জানা যায় শেখ শামীমুদ্দিনের একটি শিশুপুত্র জন্ম নেয় কয়েকদিন আগেই ,অভিযোগ গত দুদিন আগে থেকে বাড়ি থেকেই উধাও হয়ে যায় শিশু সন্তানটি। আজ সকালে উদ্ধার হয় শিশুর দেহ ,শিশুটির মা আজ মুখ ধুতে গিয়ে কলের জলে পচা গন্ধ পায়। তারপরই সন্ধেহ হয় ,খোঁজ করতেই মেলে শিশুর মৃত দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিশুর পরিবারে।
