দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রথম বর্ষের কলেজ ছাত্রী জাহ্নবী বসাক দুধের সরের ওপর আট জন মনীষীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম নথিভুক্ত করল। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সুভাষ কর্নার এলাকার এই কলেজ ছাত্রীর বাড়ি , এই অভাবনীয় কৃতিত্বে বিস্ময় সৃষ্টি করেছে শহরে। জানা গেছে লকডাউনে অলস সময়কে কাজে লাগাতে জাহ্নবী অঙ্কনকে বেছে নিয়েছিল। এরপর একদিন এরকমই আঁকার সময় তাঁর মা দুধ খেতে দিলে দুধ খেতে ভুলে যায় এবং সেই দুধের ওপর সর পড়ে যায়। আর সেই দুধের সরের ওপর আকার চেষ্টা করে জাহ্নবী। প্রথম চেষ্টাতেই সাফল্য । সে তার ইচ্ছা থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম নথিভুক্ত করবার চেষ্টা চালায়। আর সেখান থেকেই তার এই প্রাপ্তি স্ব। এই ঘটনায় খুশি জাহ্নবী বসাক, পাশাপাশি মেয়ের এই সাফল্যের ফলে খুশি জাহ্নবীর বাবা-মা ও তার পরিবার পরিজনরা।
Home জেলা