মালদহে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত দুষ্কৃতী পুলিশের জালে
আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, শুক্রবার গভীর রাতে ইংরেজ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাটাগর ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম সেলিম সেখ(২১) বাড়ি সুজাপুর ডাঙ্গা এলাকায়।
সূত্রের খবর, ধৃত যুবক ছিনতাই করার উদ্দেশ্যে সেখানে ঘোরাঘুরি করছিল তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে।