দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধনের মাঝেই রেশন ডিলারদের বিক্ষোভ।

দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধনের মাঝেই রেশন ডিলারদের বিক্ষোভ।

মঙ্গলবার দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে এদিন প্রকল্প উদ্বোধনের শুরুতেই বড় ধাক্কা।এদিন মঞ্চে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বিস্তারিত জানানোর মাঝেই রেশন ডিলার অ্যাসোসিয়েশন এবং শেয়ার প্রাইস শপ অনার্স ফেডারেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।আর তাতেই রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অবশেষে অনুষ্ঠান থামিয়ে আলোচনায় আসতে হয় মুখ‍্যমন্ত্রীকে। দুই সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করলেন তিনি৷ তবে এর পরেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত রেশন ডিলার থেকে শুরু করে শপ ওনার্সরা কতটা খুশি তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।এমনকি অনুষ্ঠান শেষে সরকারি বন্দোবস্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন তারা৷

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার থেকে নতুন ডিলারশিপ নিতে গেলে আর দিতে হবে না ১ লক্ষ টাকা। মাত্র ৫০ হাজার টাকা দিয়েই ডিলারশিপ নেওয়া যাবে ৷অপরদিকে দুয়ারে না গিয়ে এক্ষেত্রে ৫০০ মিটার পর্যন্ত একদিনে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে৷একটি নির্দিষ্ট স্থান বাছাই করে ওই নির্দিষ্ট এলাকায় মানুষ সেখান থেকে রেশন নিয়ে যাবে৷অর্থাৎ, নাম দুয়ারে রেশন হলেও, রেশন দেওয়া হবে পাড়ায়৷এটাই রেশন ডিলারদের অন্যতম প্রধান দাবি ছিল।এছাড়াও, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে প্রয়োজন হবে ২১ হাজার গাড়ি৷ অন‍্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,ডিলাররা যদি নিজেদের গাড়িতে রেশন পৌঁছে দেন তবে তাঁদের ১ লাখ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার৷রেশন পৌঁছে দিতে নতুন গাড়ি কিনলেও একই টাকা ভর্তুকি দেওয়া হবে ডিলারদের৷

পাশাপাশি, কুইন্টাল প্রতি কমিশনও বাড়ানো হয়েছে রেশন ডিলারদের৷একসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,এতদিন রেশন ডিলাররা কোনও কর্মী নিয়োগ করতে পারতেন না৷এখন থেকে দু’জন করে কর্মী নিয়োগ করতে পারবেন তারা এবং তাদের বেতন হবে ১০ হাজার টাকা৷রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মীদের অর্ধেক বেতন অর্থাৎ ৫০০০ টাকা করে দেওয়া হবে৷কার্যত মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্পের এই নির্দেশিকায় খুশি হবেন রেশন ডিলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + three =