দুর্গাপুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য।
গতকাল বিকেলের পরে কলেজ কর্তৃপক্ষ জানতে পারে তাদের কলেজের তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী সৌরিয়া ভারতী আত্মহত্যা করেছে এ ঘটনা তার হোস্টেলের বান্ধবীরা কলেজ কর্তৃপক্ষকে জানায়। দরজা ভেঙে তার দেহ নামিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আজ সকালে তার পরিবারের লোকজন এসে পৌঁছেছে পুলিশ তদন্ত শুরু করেছে,ঘটনায় জানা গেছে গতকাল সে পরীক্ষা দিয়েছে তারপরে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় ওই ঘরে তার সঙ্গে আরো একজন সহপাঠী থাকতো সেই সহপাঠী ফাইনাল বর্ষের ছাত্রী সে কিছুদিন আগেই হোস্টেল ছেড়ে চলে গেছে। তারপর থেকে সৌরিয়া ওই রুমে সে একাই থাকতো। বিকেলবেলা বান্ধবীরা তাকে ডাকতে এসে দরজা বন্ধ দেখে ব্যালকনির একটি অংশ থেকে দেখতে পায় বাথরুমে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে পাশে পড়ে রয়েছে মোবাইল। এরপরই কলেজ কর্তৃপক্ষকে খবর দিয়ে সকলে মিলে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে।আজ সকালে পরিবারের সদস্য এসে বিধান নগর ফাঁড়ির পুলিশ ও নিউ টাউন শিপ থানার পুলিশের সঙ্গে দেখা করে। কলেজ কর্তৃপক্ষের কাছে খোঁজ খবর নেয় এবং ছাত্রীর রুমে ঢুকে জানবার চেষ্টা করে কেন সে আত্মহত্যা করল। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে তারা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যাবে। গোটা কলেজে এখন শোকের ছায়া।