দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি ক্লাব মোড়ের কাছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি বিহারের কাটিহারের বাসিন্দা। ভুটভুটি নিয়ে ভালুকা থেকে বাধ রোড হয়ে বিহারের দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত গতির ফলে হঠাৎ ব্রেক মারতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ভুটভুটি। ভুটভুটির তলায় চাপা পড়ে যান চালক। স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। চিকিৎসক ছোটন মন্ডল জানান স্থানীয় এবং পুলিশ লোকটিকে নিয়ে আসে। দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে। তবে খতিয়ে না দেখলে বিস্তারিত বলা যাবে না এখনই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + nine =