দুর্ঘটনার কবলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃনমূল কংগ্রেসের আই এন টি টি ইউ সি সভাপতি।
দুর্ঘটনার কবলে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের আই এন টি টি ইউ সি সভাপতি সোমনাথ মুখার্জী।যদিও অল্প চোট পেয়েছেন তিনি।তবে তার সঙ্গে থাকা গাড়ির চালক ও এক সঙ্গীও জখম হন। তবে প্রত্যেকেই সুস্থ।জানা গেছে, বিষ্ণুপুর থেকে দলীয় কর্মসুচী সেরে রাত্রি ১২ টা নাগাদ সোনামুখী বাড়ি ফেরার পথে চূড়ামনিপুর এলাকায় তার গাড়ির সামনে একটি শেয়াল এসে পড়ে।তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়।এর ফলে গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেই অল্প বিস্তর চোট পান।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রত্যেককে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ছেড়ে দেওয়া হয়।
