দূর্ঘটনার কবলে বিপদজনক গতিতে চলা সরকারি বাস। দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় এক জনকে বাসের নিচে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ হাওড়ার দিক থেকে কলকাতার দিকে দ্রুতগতিতে যাওয়ার সময়ে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার ৪নম্বর লেনে ঢুকে পড়ে। সেখানে সেই সময়ে রাস্তা এক ব্যাক্তি পারাপার করতে গেলে বাসের ধাক্কায় বাসের নিচে পড়ে যান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাসের নিচে থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ সরকারি বাস সব সময়েই দ্রুতগতিতে টোলপ্লাজার লেনে ঢোকে। যার কারণে প্রায়শই দূর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। টোলপ্লাজার কর্মীদের অভিযোগ, কয়েকদিন আগে এমনই এক দ্রুতগামী সরকারি বাসের কারনে দূর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল টোলপ্লাজার কর্মীর সাথে। অল্পের জন্য তিনি সেদিন রক্ষা পান। এদিন দূর্ঘটনার পরেই ওই বাসের চালক এবং কন্ডাকটর পালিয়ে যান বলেও অভিযোগ উঠেছে।