দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো অন্ডাল ব্লক থেকে আসা দুটি টিমের ৪৮জন
৫ তারিখ তারা অমরনাথ এর উদ্দেশ্যে রওনা দেয়।৬ – ৭ তারিখ তারা পায়ে হেঁটে পাহাড়ে ওঠে।৮ তারিখে তারা স্নান করে পূজো দিতে যাওয়ার সময় তাদের সামনেই ঘটে দুর্ঘটনা সেই দিন তারা ওখানেই গুলজার s১৬ লাতি ভাই নামে টেনটে থাকে এবং তারা পরের দিন ৯ তারিখ নিচে নেমে আসে বালটাল দিয়ে এবং এখন তারা শ্রীনগরে রয়েছে বলে জানা গেছে। আগামী ১৪ তারিখ তারা অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবে বলে তাদের কাছ থেকে জানা গেছে।
অন্যদিকে দ্বিতীয় টিম ৩ তারিখে ২৬ জন মিলে রওনা দেয় অমরনাথ যাত্রার উদ্দেশ্যে তারা বালটাল রোড দিয়ে অমরনাথের যাওয়ার সময় ৯ তারিখে দুর্ঘটনার কারনে সেনার পক্ষ থেকে তাদেরকে আর দর্শনের অনুমতি দেওয়া হয়নি এবং বালটাল রোড থেকে কিছুটা দূরেই তারা এখন সেনার ছাউনিতে আছে বলে জানা গেছে।