দুষ্কৃতিদের ছোড়া বোমায় বাঁ হাত উড়ে গেল এক ব্যক্তির।

দুষ্কৃতিদের ছোড়া বোমায় বাঁ হাত উড়ে গেল এক ব্যক্তির।

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর এলাকায়জানাগিয়েছে এদিন সন্ধ্যায় বড়ঞা থাবার পাঁচথুপি থেকে বাড়ি ফেরার পথে ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকায় লালু শেখকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে আর জার ফলে তার শরীরের একাধিক অংশ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এবং লালু শেখের বাঁ হাত সম্পূর্ণ উড়ে গিয়েছে, আশঙ্কা জনক অবস্থায় লালু শেখকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতাল পরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। লালু শেখের শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক রয়েছে বলে চিকিৎসক মহল সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনস্থলে এসে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ এবং সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 12 =