দুষ্কৃতীদের গুলিতে আহত বিএসএফের হেড কনস্টেবেল

দুষ্কৃতীদের গুলিতে আহত বিএসএফের হেড কনস্টেবেল
সোমবার বিকেল চারটে নাগাদ চাপরা থানার মহাকোলা এবং গংরা এলাকার মাঝখানে ফেনসিডিল সমেত কয়েকজন দুষ্কৃতীদের তাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হন বিএসএফ কর্মী , ডান হাতে গুলি লেগেছে বিএসএফ সতীশ কুমারের , সীমনগর ৮২ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল ছিলেন সতীশ কুমার। সূত্রে খবর ফেন্সিলে নিয়ে যাচ্ছিল জোনা ১০-১২ জন ছিল তাদের মধ্য থেকেই গুলি ছোড়ে এবং সেইগুলি এসে লাগে সতীশ কুমারের ডান হাতে .এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =