দুষ্কৃতীদের গুলিতে আহত বিএসএফের হেড কনস্টেবেল
সোমবার বিকেল চারটে নাগাদ চাপরা থানার মহাকোলা এবং গংরা এলাকার মাঝখানে ফেনসিডিল সমেত কয়েকজন দুষ্কৃতীদের তাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হন বিএসএফ কর্মী , ডান হাতে গুলি লেগেছে বিএসএফ সতীশ কুমারের , সীমনগর ৮২ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল ছিলেন সতীশ কুমার। সূত্রে খবর ফেন্সিলে নিয়ে যাচ্ছিল জোনা ১০-১২ জন ছিল তাদের মধ্য থেকেই গুলি ছোড়ে এবং সেইগুলি এসে লাগে সতীশ কুমারের ডান হাতে .এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি
Home জেলা
