বেলডাঙা প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষে প্রশাসন কী পদক্ষেপ করেছিল তা নিয়ে বিধানসভায় ব্যাখ্যা দেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানালেন, কিছু দুষ্টু লোক দাঙ্গা করে আর সাধারণ লোকে ভোগে। শান্তি বজায় রাখতে পুলিশ-প্রশাসন যথাযথ পদক্ষেপ করেছে।
কেন অশান্তি বেঁধেছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। সেখানে কার্তিক পুজোর আলোয় আমার নামে গালাগালি দিয়ে লাইটিং হয়েছিল। আর একটা জায়গায় মহম্মদ প্রফেটকে গালি দিয়ে লাইটিং করা হয়েছিল। অনেকবার বারণ করা হয়। শোনেনি, তাতেই সংঘর্ষ। মুখ্যমন্ত্রী তিনি বলেন পরিস্থিতি সামাল দিতে আমি সারা রাত জেগেছিলাম এবং ডিজি, চিফ সেক্রেটারি জেগেছিল। ডিজিকে পাঠিয়েছিলাম। ওখানে কারা এগুলো করে আমি জানি।