দুস্কৃতি দৌরাত্ম্য বসল সিসিটিভি ক্যামেরা, এবং চালু হল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল পরিষেবাও

এলাকায় একের পর এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত এবং ভীতসন্ত্রস্ত বাসিন্দারা। তাদের নিরাপত্তার আশ্বাস দিতে মালদার চাঁচলে ছুটে এলেন জেলা পুলিশের কর্তারা। শহরে দুস্কৃতিদের দৌরাত্ম্য ঠেকাতে চাঁচল সদরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফের লাগানো হল সিসিটিভি ক‍্যামেরা। শহরবাসী ও নিরাপত্তার স্বার্থে এবং ব‍্যবসায়ীদের সুরক্ষা প্রদানের স্বার্থে লাগল সিসিটিভি। সেগুলির কন্ট্রোল রুম করা হয়েছে চাঁচল থানায়। কন্ট্রোল রুম থেকে ৪২ টি সিসিটিভি চালু হল।কন্ট্রোল রুমে ফিতে কেটে সেই পরিষেবা চালু করলেন মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া।
পাশাপাশি, চাঁচল শহরের যানজট ঠেকাতে মোড়গুলিতে বসানো হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন‍্যালিং। নেতাজি মোড় সুইচ টিপে সেগুলি চালু করেন ডিআইজি। উপস্থিত ছিলেন, মালদা জেলার ডিআইজি অলক রাজোরিয়া, মাল‍দা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাহু, ডিএসপি বিপুল ব‍্যানার্জী, চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল ও চাঁচল থানার প্রাক্তন আই.সি সুকুমার ঘোষ, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 8 =