দুস্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর।
মৃতের নাম হামিদ আলি খাঁন (৪৬)। দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে দুস্কৃতীরা তার পথ আটকায় ও সঙ্গে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। হামিদ বাধা দিলে দুস্কৃতিদের সঙ্গে তার ধস্তাধস্তি চলে। ওই সময়ে দুস্কৃতিরা গুলি চালায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোট বৈনানের ছাতা দিঘিরকোন এলাকায় । তার বাড়ি মাধবডিহির আরুই পঞ্চায়েতের আরিফপুর গ্রামে । স্থানীয়দের মাধ্যমে এই খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ।রক্তাত অবস্থায় হামিদকে উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিদ আলি খাঁনকে মৃত বলে ঘোষনা করেন, লটারিতে মোটা টাকা পায় হামিদ ।সেই টাকা হামিদের ব্যাগে আছে এমনটা মনে করেই হয়তো সশস্ত্র দুস্কৃতীরা হামিদের উপর চড়াও হয়েছিল।