দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ,কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের।

দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ,কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের।

ঘটনাটি ঘটে হুগলীর হরিপাল থানার কিঙ্করবাটি কৃষি উচ্চ বিদ্যালয়ে।দুয়ারে সরকারের ক্যাম্প হয় সোমবার।সেই ক্যাম্পে গিয়ে পোস্টার হাতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা।তাদের অভিযোগ, ২০১৯ সালের এপ্রিল মাসে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিল তারা। উচ্চমাধ্যমিক পড়াকালীন কন্যাশ্রীর জন্য আবেদন করে ছাত্রীরা।৫১ জন ছাত্রী তারা।বর্তমানে কলেজে দ্বিতীয় বর্ষে পড়ছে ওই ছাত্রীরা।এখনো কন্যাশ্রী পায়নি।ব্লক থেকে জেলা বিধায়ক থেকে শিক্ষা দপ্তর সর্বত্র ঘুরেও কোনো ফল মেলেনি।যেখানেই গেছে বলেছে টেকনিক্যাল ফল্টের কারণে হচ্ছে না।প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পায়নি তারা।দুয়ারে সরকারে প্রথম দুটো ক্যাম্পে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।তাই এদিন স্কুলে তৃতীয় ক্যাম্পে এসে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা।এই ঘটনায় অবশ্য সরকারি তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি এবং এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনিও এই ঘটনায় কোন প্রতিক্রিয়া দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + sixteen =