দু বছরের শিশু পুত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মা এর বিরুদ্ধে
মারধরের করুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল দত্তপুকুর থানা এলাকার প্রতিবেশীরা। দত্তপুকুর থানার দিঘড়া বড় বাগান এলাকায় দু বছরের ছোট্ট শিশু কে অমানুষিক মারধর করলেন শিশুটির মা। শিশু বাচ্চাটিকে পা দিয়ে নাগাড়ে লাথি কিল চড় ঘুষি কিছুই বাদ যায়নি তার মায়ের। সেই মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে প্রতিবেশিরা প্রতিবাদ করলে গালাগালি মারধরের হুমকি দেয় সেই শিশুর মা। প্রতিবেশিরা পুলিশকে একাধিক বার থানায় লিখিত অভিযোগ করেও কোন কাজ হয় নি বলে দাবি প্রতিবেশিদের। তাদের দাবি বাচ্ছাটি ঘুমনোর সময়টুকু বাদ দিয়ে বাকী সময় টুকু মারধর করে. শিশুটির মা।