দু বছর পড়ে ফের ২১ জুলাই সমাবেশ।তাই আগে থেকেই কর্মীর ঢল হাওড়ার অভিমুখে।
রাত পোহালেই ২১শে জুলাই । তবে দিনের পরোয়া না করেই না আবেগে ভেসেই ২১ শে জুলাইয়ের আগেই শহরে এসে পৌঁছচ্ছেন তৃণমূল কর্মীরা। আর আগাম আসা কর্মীদের থাকা ও খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে হাওড়ার সালকিয়ার শ্যাম গার্ডেনে দলের পক্ষ থেকে। কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় তাঁর জন্য সমবায় মন্ত্রী অরুপ রায় নিজে শ্যাম গার্ডেনের সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে এসেছেন। হাওড়ার সালকিয়ার শ্যাম গার্ডেনে চালু হয়েছে অস্থায়ী শিবির। সরেজমিনে সেই শিবিরের ব্যবস্থাপনা আজ ফের খতিয়ে দেখে যান রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়। সেখানেও কর্মীদের থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কর্মী সমর্থকেরা। পাশাপাশি দূরের জেলা থাকে যারা আসছেন তাঁদের সাহায্যের জন্য হাওড়া স্টেশন চত্বরে খোলা হয়েছে অস্থায়ী সাহায্য কেন্দ্র। সেখানে উপস্থিত রয়েছে স্বাস্থ্য কর্মীরা।
মঙ্গলবার সকাল থেকেই একুশে জুলাই শহীদ দিবস সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে হাওড়া এসে পৌঁছল তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর ওখান থেকে মিছিল করে আগামীকাল ধর্মতলার সভার উদ্দেশে তাঁরা রওনা দেবেন। মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশন পরিদর্শন করেন রেলের ডিআইজি আনাপ্পা ই সহ জিএরপির উচ্চ পদস্থ কর্তারা। স্টেশন চত্বরে বাহিনীর টহলদাড়ির পাশাপাশি হাওড়া স্টেশনে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে। যাতে যে কোনো ধরণের অপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত তা মোকাবিলা করা যায়।
চলছে।