দূর্ঘটনায় আহত ৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীর চিকিৎসা এবং পরীক্ষার ব্যবস্থা করল পুলিশ প্রশাসন।
এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দূর্ঘটনায় গুরুতর জখম হন তিন জন্য মাধ্যমিক পরীক্ষার্থী। প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছেন তিনজন পরীক্ষার্থী একটি টোটোতে করে বহরমপুর থেকে কান্দি রাজ্য সড়কের উপর দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। বেলা এগারোটা নাগাদ জীবন্তির পাশে লক্ষীনারায়ণপুর গ্রামে সামনে একটি অটো গাড়িকে ওভার টেক করতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের টোটো গাড়িটি উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটে। এর পর খুব দ্রুততার সঙ্গে পুলিশ প্রশাসন তাদের পুলিশ গাড়িতে গোকর্ণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করান ।স্কুল কতৃপক্ষের সঙ্গে কথা বলে আহত ওই ছাত্র ছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। উদয় চাঁদপুর হাইস্কুলের তিন জন ছাত্রী রুবিনা খাতুন, রুনা খাতুন এবং সাদিনুর খাতুন এদের তিনজনের বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে। তাদের সেন্টার পড়েছিল মহলন্দী জি সি এস হাইস্কুলে। একটি টোটো করে তিনজন পরীক্ষা দিতে যাওয়ার পথেই ওই দূর্ঘটনা ঘটে। তবে পরীক্ষার পর রুবিনা এবং সাদিনুর খাতুন কে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হচ্চে।
