দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস। সংবিধানের ব্রেইল ভার্সান প্রকাশ করল ‘WB NUJS’। এদিন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেসের বিধানগর ক্যাম্পাসের অনুষ্ঠানে হাজির ছিলেন উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক ও পড়ুয়ারা। দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য সংবিধানের ব্রেইল ভার্সান রাখা হবে হাইকোর্টের লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি সহ বেশ কয়েকটি গ্রন্থাগারে।