দেওয়ালের নাম মুছে, করোনার বার্তা রায়দিঘীর বিধায়ক অলক জলদাতার

দেওয়ালের নাম মুছে, করোনার বার্তা রায়দিঘীর বিধায়ক অলক জলদাতার

শুক্রবার রায়দিঘী বিধানসভায় করোনা নিয়ে সাধারণ মানুষজনের সচেতনতায় পথে নামলেন রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা।  মথুরাপুরের দেবীপুরে নিজে হাতে ভোটের সময় লেখা নিজের নাম মুছে, সেখানে করোনা সচেতনতায় বিভিন্ন বার্তা লেখেন তিনি। এছাড়াও রায়দিঘী বিধানসভার প্রত‍্যেকটি অঞ্চলের নেতৃত্বের এই কাজ করতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি রায়দিঘী গ্রামীণ হসপিটালে নতুন অক্সিজেন কনসেনট্রেটার এর উদ্বোধন করেন তিনি। মোট দুটি অক্সিজেন কনসেনট্রেটার এর উদ্বোধন করেন তিনি। এই স্বয়ংক্রিয়মেশিনে অক্সিজেন তৈরী হলে অনেকটাই অক্সিজেন সংকট কমবে বলে মনে করা হচ্ছে। । উল্লেখ্য রায়দিঘী গ্রামীণ হসপিটালের উপর নদীমাতৃক পাথরপ্রতিমা ও রায়দিঘী বিধানসভার লক্ষ‍্যাধিক মানুষ নির্ভরশীল। এই অক্সিজেন কনসেনট্রেটার পেয়ে খুশি এলাকার মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =