দেগঙ্গার কালীমন্দিরের দুটি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার চুরির অভিযোগ
দেগঙ্গার ভাসিলিয়ায় শ্মশান কালীমন্দিরের দুটি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার চুরির অভিযোগে চাঞ্চল্য।স্থানীয় সূত্রে খবর অমাবচি উপলক্ষে গত দুদিন বন্ধ মন্দির,শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন মন্দিরের দুটি গেটের তালা ভাঙা,উধাও মন্দিরের পূজার সামগ্ৰী, মায়ের রুপা, সোনার অলঙ্কার, প্রণামি বাক্সের তালা ভাঙা।মন্দির কমিটির অভিযোগ সব মিলিয়ে লক্ষাধিক টাকার চূরি হয়েছে।ইতিমধ্যে দেগঙ্গা থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
