দেগঙ্গায় উত্তর চাদপুর গ্রামে পঞ্চায়েত সদস্যের নির্মিয়মান বাড়ির সিড়ির নিচে বোমা বিষ্ফোরণ আহত দুই শ্রমিক, এরপরই খবর দেওয়া হয় দেগঙ্গা থানায় পুলিশকে পুলিশ এসে তিনটি তাজা বোমা উদ্ধার করে। ঘটনায় পঞ্চায়েত সদস্যের দাদাকে আটক করেছে পুলিশ।পঞ্চায়েত সদস্যের দাবি তার দলের অপর গোষ্ঠীর লোক তাকে ফাঁসানোর জন্য বোমা মজুত করেছে। তবে ঘটনা অস্বীকার করেছেন অপর গোষ্ঠীর লোক।