দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে পূণ্যার্থীদের ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রী পরিষ্কার।
জন্মাষ্টমী উপলক্ষে দেগঙ্গার চাকলা ও মাটিয়ার কচুয়া লোকনাথ মন্দিরে যাওয়ার পথে টাকি রোডে দুই ধারে পূণ্যার্থীদের ব্যবহৃত প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের থালা, বাটি ,গ্লাস রাস্তার ধারে পড়ে থাকে। এইসব প্লাস্টিক থার্মোকল গ্লাস, বাটি পরিষ্কার করা হল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে।রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরনির্দেশে পরিষ্কার করতে হাত লাগাল পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধক্ষরা।বেড়াচাঁপা থেকে চাকলা লোকনাথ মন্দির ও কচুয়া লোকনাথ মন্দিরের প্রায় দশ কিলোমিটার রাস্তা জুড়ে পড়ে থাকা প্লাস্টিক এদিন পরিষ্কার করা হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে।