দেনার দায়ে আত্মঘাতী ভাগ চাষী।
মৃত ওই ভাগচাষির নাম পুষ্কর মজুমদার।বাড়ি কালনা থানার অন্তর্গত বড়দাড়িয়া টোন এলাকায়।পুলিশ সূত্রে খবর,সোমবার রাতে তিনি বাড়িতেই ছিলেন।বাড়িতেই কীটনাশক খান।এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে কালনা মহকুমা হসপিটালে নিয়ে এলে রাতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এদিন মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালে মৃতের দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়।মৃতের ছেলে সোমনাথ মজুমদার তিনি জানান,”বাবা বেশ কয়েক বিঘা জমিতে ভাগে ধান চাষ করেছিলেন।নিম্নচাপের জেরে বৃষ্টিতে সেই ধানগুলোর উপরে জল জমে যাওয়ার কারণে তিনি মানসিক অবসাদে ছিলেন। বেশ কিছু টাকা মহাজনের ঋণ এবং ব্যাংক ঋণ ছিল তাঁর।পাশাপাশি গত বছর আলুর দাম না পাওয়ায় সেখানেও বেশ কিছু টাকা ঋণ ছিল তার।” পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরেই এমন সিদ্ধান্ত। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া