দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক জালিয়াতির পর্দাফাঁস।

দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক জালিয়াতির পর্দাফাঁস।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ হাওড়ায়। যার বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরেন এমনকী, ভুয়ো পরিচয়ে তিনি বিয়েও করেছেন বলে অভিযোগ। শুভদ্বিপের বাড়ি, হাওড়ার জাগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই যাবতীয় নথি-সহ অভিযোগও জমা পড়েছে জাগাছা থানায়। জানা গেছে, ২০১৯ এ সম্বন্ধ করে রেজিস্ট্রি বিয়ে হয় শুভদ্বিপের। পরের বছর সামাজিক বিয়ে হয়েছিল। মিউচুয়াল ডিভোর্স হয় ২১ মার্চ। হাওড়ার জাগাছা থানায় অভিযোগ হয় মে মাসে। স্ত্রীর অভিযোগ, নীল বাতির গাড়ি নিয়ে মাঝেমধ্যে বাড়ির সামনে আসতেন শুভদীপ। বিদেশে ঘুরতেন। স্ত্রীর সন্দেহ cbi এসিট্যান্ট ডিরেক্টর বলে যিনি পরিচয় দেন তিনি এতো ছুটি কি করে পান। স্ত্রীর দাবি,
উনি নিজেকে কখনো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ,কখনো রেলের আধিকারিক, কখনো লালবাজারে পোস্টিং বলে পরিচয় দিতেন। স্ত্রীর সন্দেহ হয় যে এতো বড়ো পদে আছেন যিনি তিনি সারাক্ষণ বাড়িতে কেন থাকেন। স্বামী স্ত্রী মধ্যে ঝামেলার পর গত মে মাসে হাওড়া জগাছা থানায় স্ত্রী অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =