দেবীপক্ষের সূচনা, হাওড়ার গঙ্গার ঘাটে মানুষের তর্পণ।

দেবীপক্ষের সূচনা, হাওড়ার গঙ্গার ঘাটে মানুষের তর্পণ।

পিতৃপক্ষের অবসান,দেবীপক্ষের সূচনা।মহালয়ার শুভক্ষণে লক্ষ লক্ষ মানুষের ভিড় হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে।এদিন হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রায় সবকটি গঙ্গার ঘাটে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাম কৃষ্ণপুর ঘাট, হাওড়া লঞ্চঘাট, হাওড়া তেলকল ঘাট, বালি নিমতলা ঘাট, বেলুড় মঠের নিজস্ব গঙ্গার ঘাট, বেলুড় অঞ্চল এবং লিলুয়া অঞ্চলের সবকটি গঙ্গার ঘাটে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রতিটি ঘাটে নজরদারি চালানো হয়। বেলুড়ে নিজ উদ্যোগে ৫৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক নৌকা নিয়ে বালির বিভিন্ন ঘাটে পরিদর্শন করছেন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে‌।প্রতিবছরই মানুষের সাহায্যের জন্য নৌকা নিয়ে তর্পণ এর সময় গঙ্গায় নজরদারি চলে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হাওড়া গঙ্গার ঘাটে করোনাবিধি কার্যত সিকেয় উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − two =