দেশ ও পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করল কালনার মেয়ে রাভিনা দফাদার থাইল্যান্ডে আয়োজিত যোগাতে দুটি বিভাগের সোনা জয় করে ফিরলেন কালনা শহরে।
উষ্ণায় ভরিয়ে দিলেন কালনা বাসি।থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল কালনার মেয়ে, রামিশা দফাদার আজ বুধবার বিকেলে কালনা স্টেশনে নামতেই তাকে শুভেচ্ছা তে ভরিয়ে দেন এলাকাবাসীরা। শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন কালনার উপ পৌরপতি তপন পোড়েল।১৪টি দেশ থাইল্যান্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আর্টিস্টিক যোগা ও ট্র্যাডিশনাল যোগা এই দুটি বিভাগে তিনি সোনার পদক লাভ করেন এর আগেও তিনি আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করেন। সেখান থেকেও সাফল্যের মুখ দেখেছিল । বুধবার কালনা শহরজুড়ে হুডখোলা গাড়িতে নিয়ে তাঁকে এলাকার পরিক্রমা করে স্থানীয় এলাকাবাসীরা।