দোতলা বাড়ির একাংশ ভাঙা বাড়িতে হাজির হয় ফরেন্সিক টিম এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা।
টিটাগড় পিকে বিশ্বাস রোডে গত মঙ্গলবার ভেঙে পড়েছিল একটি দোতলা বাড়ির একাংশ। আহত হয়েছিলেন কয়েকজন। ঠিক কি কারণে বাড়ির একাংশ ভেঙে পড়েছিল তার তদন্তে বৃহস্পতিবার ওই ভাঙা বাড়িতে হাজির হয় ফরেন্সিক টিম এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখে এবং বেশকিছু নমুনাও সংগ্রহ করে। উদ্ধার হয় বোমার স্প্লিন্টার। যদিও তা নিয়ে ফরেন্সিক বা বম্ব ডিসপোজাল স্কোয়াড বা পুলিশ কিছুই বলতে রাজি হয়নি। ফরেন্সিক বিশেষজ্ঞ ডঃ সি কে সাহা বলেন, ‘ঘটনাস্থল থেকে ফাইনাল কিছু পাওয়া যায়নি। ফলে কি থেকে বিস্ফোরণ তা এখনই পরিস্কার করে বলা সম্ভব নয়। আবার আমরা আসবো। তখন সব বলবো’।