পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই এই জামুরিয়া এলাকার দু নম্বর জাতীয় সড়কের ওপর এক ভদ্রলোক এবং ভদ্র মহিলা একটা বাইকে যাচ্ছিল ঠিক তখনই এই তিন দুষ্কৃতী পেছন থেকে মোবাইল ছিন্তাই করে পালায় , এই ঘটনা ছাড়াও আরো অনেক এই ধরনের ঘটনা এই তিন দুষ্কৃতী করেছে , যার নাম মোহাম্মদ তৌসিফ খান ,রোহিত কইরী ,এবং সনু যাদব , এরা প্রত্যেকেই রানীগঞ্জ থানার অন্তর্গত জেকে নগর এলাকার বাসিন্দা। অনেকদিন ধরে এরা এইসব কাজ করত , বিভিন্ন সোর্স মারফত এদেরকে ধরা হয়েছে পরশুদিন অর্থাৎ শনিবারে , গতকাল অর্থাৎ রবিবারে এদেরকে কোর্টে পাঠিয়ে ছয় দিনের জন্য পুলিশ কাস্টেডিতে আনা হয়েছে।

যেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি টু সীমন্ত ব্যানার্জি ,জামুরা থানার সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি ,জামরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মন্ডল ,শ্রীপুর আইসির ভারপ্রাপ্ত আধিকারিক শেখ রিয়াজউদ্দিন ,এবং নিমচা আইসির ভারপ্রাপ্ত আধিকার রণজিৎ বিশ্বাস ছাড়া অন্যান্য পুলিশ কর্তাদের এই সাংবাদিক সম্মেলনে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =