‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির বিরুদ্ধে সরব হলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে, আদৌ সেরকম নয়’, ফেসবুকে পোস্ট করে সরব অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।