আজ ৭ নভেম্বর চারিদিকে লেনিনের ১০৬ তম জন্ম বার্ষিকী পালন করছেন বামফ্রন্ট দলের নেতা কর্মীরা। সেই রকমই ভাবে ধর্মতলার লেলিন মূর্তিতে মাল্যদান করলেন বিমান বসু সহ আরও অনেক বামফ্রন্ট নেতা কর্মীরা। এই মাল্যদানের মাধ্যমে লেনিনকে শ্রদ্ধা জানালেন বাম দলের নেতা কর্মীরা। লেলিন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলন পাশাপাশি যেভাবে শ্রমজীবী মানুষের হয়ে লড়াই করেছিলেন এই সমস্ত কিছুতেই কৃতজ্ঞ প্রকাশ করে লেনিনের জন্ম দিনে তাঁর পায়ে ফুল দিয়ে প্রনাম করলেন বিমান বসু সহ বম দলের নেতা কর্মীরা।