ধর্ষনের হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ নির্যাতিতা মহিলার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ের মকাইবাড়ি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে গ্রামবাসীরা । এরপরই স্থানীয়রা খবর দেয় পুলিশকে। দার্জিলিং সদর থানার পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখান থেকেই মহিলার পরিচয় পেয়ে খবর দেওয়া হয় তার পরিবারকে। আরও জানা গিয়েছে, পেশায় ওই মহিলা আশাকর্মী। দার্জিলিং জেলার কার্শিয়াং ব্লকের বাগোরা সাব সেন্টারের কর্মী সেলিনা গুরুং। এদিন রাতে ওই মহিলা কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটে ওই দুর্ঘটনা। অভিযোগ, কাজ সেরে বাড়ি ফেরার সময় কার্শিয়াং রেল স্টেশনের কাছে আয়ুষ থাপা নির্যাতিতা মহিলাকে নিজের গাড়িতে তোলে। এরপর মহিলাকে নিয়ে পাঙখাবাড়ি রাস্তা দিয়ে মকাইবাড়ি চা বাগানের শুনশান রাস্তায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। এরপর নিজের প্রাণ বাঁচাতে ওই মহিলা গাড়ি থেকে ঝাপ দেয়। স্থানীয় ও পুলিশ নির্যাতিতাকে প্রথমে কার্শিয়াং প্রাথমিক হাসপাতাল ভর্তি করে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই মহিলা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
