ধানক্ষেতে বাঘের আতঙ্ক।

কুলতলী মইপিট কোস্টাল থানার অধীন ভুবনেশ্বরী বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা সেই পায়ের ছাপ ধান ক্ষেতের মধ্যে গিয়েছে স্থানীয় মানুষ ও বনদপ্তরের আশঙ্কা ধানক্ষেতে মধ্যেই লুকিয়ে আছে বাঘ আতঙ্কিত এলাকাবাসী। বনদপ্তর এর উদ্যোগে শুরু হয়েছে ধান ক্ষেত্রে জাল দিয়ে ঘিরে দেওয়া কাজ।মইপিট কোস্টাল থানার উদ্যোগে এলাকায় মাইকিং করা হচ্ছে ।সাথে সাথে সাধারণ মানুষদেরকে আশ্বস্ত করা হচ্ছে যাতে অযথা বিভ্রান্তি যাতে না ছড়ায় । মানুষজনকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে প্রশাসন । ঘুমপাড়ানি বন্ধু নিয়ে বনদপ্তর এর কর্মীরা রওনা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 15 =