ধুলিয়ান পুরসভার ১৫ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করার দাবিতে বিক্ষোভ।
শুক্রবার সন্ধ্যায় প্রার্থী ঘোষনা হতেই রাতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহাম্মদ মঈনুদ্দিনকে পরিবর্তন করতে হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বিগত দিনের কাউন্সিলর আমিরুল মহলদারকে প্রার্থী করতে হবে। দফায় দফায় বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠে ধুলিয়ান এর ১৫ নম্বর ওয়ার্ড। পাশাপাশি ধুলিয়ানের ৯ নম্বর ওয়ার্ডেও প্রার্থী পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। তাই জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মোজাহারুল ইসলামের প্রার্থী তালিকায় নাম না থাকায় কার্যত হতাশ তার অনুগামীরা রাত্রে পৌর প্রশাসকের সমর্থকরা বিক্ষোভ দেখায়। রঘুনাথগঞ্জ ভাগীরথী সেতু মুখে রাজ্য সড়ক রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে বিকক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেন