ধূপগুড়িতে চালু হল মা ক্যান্টিন
সাধারণ মানুষের মুখে দুপুরের আহার তুলে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে মা ক্যান্টিন।এবার ধূপগুড়ি পৌরসভার ব্যাবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ি ঘোষপাড়া মোড়ে অবস্থিত পৌরভবন চত্বরে চালু হল মা ক্যান্টিন। মাত্র ৫ টাকার বিনিময়ে এই ক্যান্টিন থেকে মিলবে দুপুরের আহার। প্রথমদিন মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকফির সব্জি ও ডিম। প্রতিদিন দুপুর দেড়টা থেকে এই ক্যানটিনে খাবার মিলবে। এবিষয়ে দুপুরে পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, ৫ টাকার বিনিময় প্রতিদিন এই ক্যান্টিনে খাবার মিলবে। রান্নার দায়িত্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন।ধূপগুড়িবাসীকে বাসীকে আহ্বান করছি মা ক্যানটিনে আসুন এবং খাবার গ্রহণ করুন।