চলন্ত বাইকের পেছন থেকে বেপরোয়া লরির ধাক্কা দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ও আহত হয়েছেন তার সঙ্গী। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝুমুর ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ধূপগুড়ির দিক থেকে একটি বাইকে করে দুজন ব্যক্তি জলপাইগুড়ি যাওয়ার সময় ঝুমুর সেতুর উপর একটি লরি পিছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই পুলিশের তরফে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৩৫)তার বাড়ি ধূপগুড়ি ব্লকের পশ্চিম মাগুরমারি এলাকায়। আহত ব্যক্তির নাম জগদীশ রায় তার বাড়ি কালিরহাটে। মৃতদেহটি পুলিশের তরফে হেফাজতের নেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হবে।পুলিশের তরফে ঘাতক লরির খোঁজ চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =