ধূপগুড়িতে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার

চলন্ত বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার।সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় । দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক আরোহী। আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্যাঙ্কারটি গ্যাস ভর্তি থাকায় যখন তখন বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ।আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার বাসিন্দার।ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী সহ দমকল বাহিনী। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে আশেপাশের বাড়ির রান্না বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য এলাকায় মোতায়েন রয়েছে দমকল ইঞ্জিন সহ দমকল বাহিনী।দুর্ঘটনার পর এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয় । পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =