সোমবার থেকে শুরু হল ডুয়ার্স তথা ধূপগুড়ির ঐতিহ্যবাহী বড়কালী মায়ের বাৎসরিক পুজো ও মেলা। ধূপগুড়ির বড় কালী মাকে নিয়ে লোকমুখে বিভিন্ন কথিত কাহিনী রয়েছে। প্রতিবছর ফাল্গুন মাসে বড়কালী মায়ের পূজো হয়ে আসছে। পূজা উপলক্ষে জলপাইগুড়ি জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন।পুজোর পাশাপাশি পূজা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মেলাও বসে কালির হাট এলাকায়। সকাল থেকেই বিভিন্ন জায়গার পুণ্যার্থীরা মায়ের পুজো দেওয়ার জন্য ভিড় জমায়। হাজার হাজার মানুষের সমাগমে জমজমাট পুজো ও মেলা। এই মন্দিরের প্রথা অনুযায়ী দেওয়া হয় পাঠাবলি । মন্দির কমিটির সূত্রে জানা গেছে, এক হাজারের উপরে পাঠা এবং পাঁচ হাজারের অধিক পায়রা মায়ের নামে উৎসর্গ করা হয়েছে। এর আগে টিনের তৈরী মন্দিরে বড় কালী মায়ের পুজো হত কিন্তু এ বছর নতুন মন্দির তৈরি করা হয়েছে। দূর দূরান্তের পুণ্যার্থীরা বড় কালী মায়ের দর্শন করতে ও পুজো দিতে ভিড় জমিয়েছে। পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ধূপগুড়ি থানার পুলিশের তরফেকড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।