ধূপগুড়ি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় করতে ধূপগুড়ি থানার পক্ষ থেকে ১৭ ও ১৮ ডিসেম্বর দু’দিনব্যাপী থানা চত্বরে অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মোট ৩২ টি দল এই টুর্ণামেন্টে অংশনেয় বলে জানা গেছে।শনিবার অনুষ্ঠিত হল ফাইনাল খেলা।এদিনের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ওয়াঙ্গদেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজীৎ লামা, পুরসভার চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালী রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার সহ অন্যান্য পুলিশকর্মীরা। দু’দিনব্যাপী টুর্নামেন্টের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অলিভিয়া চক্রবর্তী ও শ্রদ্ধা ঘোষ, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কৌস্তব ঘোষ ও সন্তু বসাক। প্রতিযোগিতা শেষে সৌজন্য মূলক খেলায় অংশ নেয় পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ক্রাইম ও ধুপগুড়ি থানার আইসি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় পুলিশ সুপারসহ অন্যান্যরা ।
