ধূপগুড়ি থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

দুর্ঘটনা এড়াতে এবং মানুষকে সচেতন করতে ধূপগুড়ি থানা ও ট্রাফিক গার্ডের তরফে সোমবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে এদিন সচেতনতা মূলক র‍্যালি শহর পরিক্রমা করে। এছাড়াও এদিন থানা চত্বরে বসে আঁকো প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা ,ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, বিডিও শঙ্খদীপ দাস,ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সুরজিৎ ঘোষ, চেয়ারপার্সন ভারতী বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী রায় ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার সহ বিশিষ্টজনেরা। জানা গিয়েছে, ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস ব্যাপী জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলাজুড়ে এই কর্মসূচি চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =