ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে পুনরায় বহাল দীনেশ মজুমদার।
ধূপগুড়ি ব্লক থেকে বিভক্ত করে বানারহাটকে পৃথক ব্লক হিসাবে ঘোষণা করার পর গত বুধবার বানারহাট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হয়। এরপর শুক্রবার বোর্ড গঠন হল ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী,ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বহাল থাকলেন দীনেশ মজুমদার। সহ সভাপতি পদে আসীন হলেন দুলালি ভগত।তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় ,জেলা সভানেত্রী মহুয়া গোপ, যুব সভাপতি সৈকত চ্যাটার্জীর উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এদিন ব্লক কার্যালয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষণা হয়।অবিভক্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ছিল ৪৮ টি।এর মধ্যে ২১ টি আসন নিয়ে বানারহাট ব্লক পঞ্চায়েত সমিতি গঠিত হয়েছে।এদিন ২৭ টি আসন নিয়ে গঠিত হল ধূপগুড়ি ব্লক পঞ্চায়েত সমিতি।বোর্ড গঠন হওয়ার পর সবুজ আবীরে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা।
