ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বারহালিয়ায় সাত সকালে একজনের ঝুলন্ত দেহ উদ্ধার।
জানা গেছে,শনিবার সকালে ধূপগুড়ি ব্লকের বারোহালিয়া এলাকায় জমির মাঝে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় এক মহিলা। এরপর মূহুর্তেই খবর ছড়িয়ে পড়ে। খবর পৌঁছে যায় ডুডুয়া নদী পার করে পাশ্ববর্তী নটাহাড়া এলাকার মৃতের গ্রামে। মৃতের পরিবারের সদস্যরা নদী পার করে ঘটনাস্থলে আসেন। দেখা যায় মৃত ব্যাক্তির গলায় ফাঁস লাগানো এবং তার হাঁটু ভাঁজ হয়ে মাটির সাথে লেগে আছে।এতেই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তোলেন তার ভাই। মৃতের ভাই ভানু সরকার বলেন, কেউ মেরে ফেলে রাখতেও পারে বা আত্মহত্যাও করতে পারে। তবে বাড়িতে কোনো ঝামেলা ছিল না। গতকাল রাত ১০ টার পর বাড়ি থেকে বের হয়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায় নি। তবে নদী পার করে এপারে এসে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।